প্রকৃত আসামির নামের সঙ্গে আংশিক মিল থাকায় জেল খাটছেন নির্দোষ সালাম ঢালী নামের এক ব্যক্তি। এখন ওই ব্যক্তির মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নের্তৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চে চলতি সপ্তাহে এ রিটের শুনানি হবে।
সালাম ঢালীর আটকের ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, গত ১১মার্চ রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানার এসআই সঞ্জিত কুমার মণ্ডল সদর থানা এলাকার ৬০/১৮, শের-এ-বাংলা রোডের বাসিন্দা মুদি ব্যবসায়ি সালাম ঢালীকে গ্রেফতার করেন। মো. সালাম ঢালীর বাবার নাম মফিজ উদ্দিন ঢালী। সালাম ঢালী চার মাস ধরে বাগেরহাট কারাগারে রয়েছেন। অন্যদিকে প্রকৃত অপরাধী মো. আব্দুস সালাম খুলনার সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া মেইন রোডের মৃত শফিজ উদ্দিনের ছেলে। এই আসামি এখন পলাতক রয়েছেন। প্রকৃত আসামির নাম, বাবার নাম ও ঠিকানার সঙ্গে একাংশ মিল থাকার সুযোগ নিয়ে পুলিশ সালাম ঢালীকে গ্রেফতার করেছে। অভিযোগ উঠেছে, মামলার প্রকৃত আসামিকে বাঁচাতে মোটা অংকের টাকার বিনিময়ে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে দুটি রিট করেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। রিটে সালাম ঢালীর পরিচয় নিশ্চিতকরণে তাকে সশরীরে অথবা ভার্চুয়ালি হাইকোর্টে হাজির করা, তাৎক্ষণিক মুক্তি দেওয়া এবং তার আটক আদেশ অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।