শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

প্রকৌশলী ইশরাক হোসেনের ভূয়সী প্রশংসা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৮৪ জন নিউজটি পড়েছেন
প্রকৌশলী ইশরাক হোসেনের ভূয়সী প্রশংসা

পুলিশের কাছ থেকে দলীয় কর্মীকে ছিনিয়ে রক্ষা করায় প্রকৌশলী ইশরাক হোসেনের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তৃতায় তিনি এই প্রশংসা করেন।
মঞ্চে উপবিষ্ট ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির টিকিটে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেকে দেখিয়ে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এ মেয়র বলেন, ‘আরে বাঘের বাচ্চা। আমাদের সহযোদ্ধা, বড় ভাই রাজপথের লড়াকু সৈনিক সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে ইশরাক, দ্য নিউ জেনারেশন কাম অ্যান্ড দে টেক ওভার দ্য লিডারশিপ অব দ্য কান্ট্রি।’
প্রসঙ্গত, কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির এক সমাবেশে দলের এক কর্মীকে ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় ইশরাক পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইশরাক প্রশংসিত হন।
মিনু বলেন, আমরাও যুদ্ধ করেছি। আমি আজও কথা দিচ্ছি— আমাদের এখানে জনতার মেয়ররা এসেছেন। তাদের সামনে কথা দিচ্ছি— মাতৃভূমি রক্ষায় আবারও লড়াইয়ে নামব। জীবন দিয়ে হলেও গণতন্ত্রকে মুক্ত করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English