সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

প্রতিবাদী নুর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

দেশের সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় চোখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল ফটোতে এমন ছবি আপলোড করেন নুর।

এর আগে দুপুরে রাজধানীর শাহবাগে কালো পতাকা মিছিলে অংশ নেন তিনি।

সম্প্রতি দেশে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণসহ নারী ও মেয়ে শিশু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ, খাগড়াছড়িতে আদিবাসী প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, নওগাঁতে গির্জায় আদিবাসী কিশোরীকে ধর্ষণসহ সারাদেশে সংঘটিত হয়েছে নারীর প্রতি সহিংসতা। এরই মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে। এছাড়াও পিরোজপুরের মঠবাড়িয়ায় নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

দেশের চলমান এসব ঘটনায় বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় বইছে। দেশব্যপী বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে প্রতিবাদ করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারই অংশ হিসেব প্রতিবাদে অংশ নেন ডাকসুর সাবেক এই নেতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English