বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৬৮ জন নিউজটি পড়েছেন

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে ৭৯ রানের বড় জয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৬০ বলে ৬ চার এবং ২ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তার দলও সুপার টুয়েলভের লড়াইয়ে এগিয়ে গেছে।

নিশাঙ্কার ইনিংসের সৌজন্যে আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫২ রান করে শ্রীলঙ্কা। জবাবে লঙ্কানদের বোলিং তোপে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ম্যাচসেরার পুরস্কারজয়ী নিশাঙ্কা ৪৫ বলে তুলে নেন ক্যারিয়ারের ৮ম ফিফটি। ওপেনিংয়ে নেমে একেবারে ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন।

নিশাঙ্কা এর আগে সব ফরম্যাট মিলিয়ে ক্যারিয়ারে একবারই ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। সেটা ৫০ ওভারের ক্রিকেটে। আজকের ম্যাচে শ্রীলঙ্কার প্রথম তিন ব্যাটার ছাড়া কেউই দুই অংক ছুঁতে পারেনি। তার ওপর ১৫তম ওভার করতে এসে এবারের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক উপহার দেন আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English