জাতিসঙ্ঘের একটি প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে। বুধবার সকালে প্রতিনিধি দলটি চট্টগ্রাম থেকে রওয়ানা হয়ে দুপুর ২টার দিকে ভাসানচর এসে পৌঁছে।
দ্বীপটিতে এই প্রথম জাতিসঙ্ঘের কোনো প্রতিনিধি দল সফর করছে।
১৮ সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছেন রোহিঙ্গাদের মানবিক সহায়তার কাজে যুক্ত বাংলাদেশে জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
ভাসানচরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ভাসানচরে এসে প্রতিনিধি দল ক্লাস্টারের (গুচ্ছ গ্রাম) ফোকাল মাঝিদের সাথে পরিচিতি সভা করেন। এরপর বিভিন্ন কাস্টার পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি তিন দিন ভাসানচরে অবস্থান করবে। শনিবার সকাল ১০টার দিকে ভাসানচর ত্যাগ করার কথা রয়েছে তাদের।
জানা গেছে, ভাসানচরে অবস্থানকালে তারা রোহিঙ্গাদের প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেবেন। বাংলাদেশ সরকারের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন তারা।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহকারী মহাসচিব ইউসেফ আল ডোবেয়ার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করে।
ওআইসির ছয় সদস্যসহ মোট ১৮ জন ছিলেন ওই দলে। এ সময় তারা ভাসানচরের রোহিঙ্গাদের জন্য তৈরি ক্লাস্টার, আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন ও রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
সফরকালে তারা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ সময় সকল ক্লাস্টারের মাঝি, ফোকাল মাঝিদের নিয়ে ওআইসি প্রতিনিধি দল সম্মেলন করে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে আসে আরো কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ধাপে ধাপে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে ১৩ হাজারের অধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।