ভারতে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য অনেক দিন আগেই শুরু হয়েছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এই থেরাপির ফল ইতিবাচক বলেই জানিয়েছে অনেক রাজ্য। কিন্তু এই প্লাজমা থেরাপির ফলে কোভিড আক্রান্তদের মৃত্যুর সংখ্যা কমছে না, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
ভারতের ৩৯টি হাসপাতালে এই প্লাজমা থেরাপির প্রভাব দেখে এই সংক্রান্ত গবেষণা করেছে আইসিএমআর। তারপরেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা। ২২ এপ্রিল থেকে ১৪ জুলাই পর্যন্ত একটি মুক্ত, সমান্তরাল, দ্বিতীয় পর্যায়ের র্যান্ডম ট্রায়াল চালায় আইসিএমআর। সেই ট্রায়ালের ফল ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি অফ ইন্ডিয়া বা সিটিআরআই-এ লিপিবদ্ধও করে রাখা হয়েছে।
আইসিএমআর জানিয়েছে, এই গবেষণাতেই বোঝা যাচ্ছে কনভালেসেন্ট প্লাজমা মৃত্যুর সংখ্যা কমাতে কাজে আসে না। আর তাই দুই ক্ষেত্রেই একই ধরনের ফল এসেছে। নইলে এই গবেষণার ফলে কিছু পরিবর্তন হতো। প্লাজমা থেরাপির মাধ্যমে মানুষের শরীরে কতটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে ও তা করোনার বিরুদ্ধে কী ভাবে লড়ছে তার জন্য আরও গবেষণার প্রয়োজন বলেই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।