শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

প্লাজমা দিতে ফরিদপুরের ৩৫ করোনাজয়ী পুলিশ সদস্য ঢাকায়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

ফরিদপুর জেলা পুলিশের ৩৫ করোনাজয়ী সদস্য প্লাজমা দিতে ঢাকায় গিয়েছেন। বুধবার জেলা পুলিশ লাইনস হলরুমে বেলা সাড়ে ১১টায় করোনাজয়ী এই পুলিশ সদস্যদের সংবর্ধনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সাইফুজ্জামান, রাশেদুল ইসলাম প্রমুখ।

পুলিশ সূত্রে জানায় যায়, এ পর্যন্ত জেলা পুলিশের ৩১২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭৪ সদস্য। এই সুস্থ হওয়াদের মধ্যে ৩৫ জনকে ঢাকায় পাঠানো হচ্ছে প্লাজমা ডোনেট করতে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর ফরিদপুরে পুলিশ শুধু মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক কর্মকাণ্ডই পরিচালনা করেনি, তারা করোনা আক্রান্তদের খাদ্য সহায়তা, হাসপাতালে পৌঁছে দেয়া, লাশ দাফন ও সৎকারসহ নানাবিধ মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকেছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, দেশে করোনাযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফরিদপুর পুলিশ জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। যে কারণে আমাদের আক্রান্তের হার বেশি। এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ২ সদস্য মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন, আমরা এ দুর্যোগের সময়ে মানুষের পাশে মানবিক হয়ে কাজ করতে চাই। এজন্যই করোনাজয়ী ৩৫ পুলিশ সদস্য স্বেচ্ছায় করোনায় আক্রান্ত অন্য রোগীদের সুস্থ করে প্লাজমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English