সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত-রুবেলের জামিন প্রশ্নে রুল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ও রুবেলকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (৪ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহের রুল জারি করেন।

ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রায় দুই হাজার কোটি টাকার মানিলন্ডারিং মামলার আসামি।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কামরুল আলম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন এ কে এম আমিন উদ্দিন মানিক।

গত বছরের ৭ জুন ফরিদপুর শহরের গোলচামত এলাকায় জনৈক সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত অভিযোগে শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশ গ্রেপ্তার করে ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ ৯ জনকে। এর পরই তাঁদের বিরুদ্ধে তদন্তে নামে সরকারের বিভিন্ন সংস্থা।

একই বছরের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় এই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা করেন সিআইডি পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। মামলায় ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী, ২০১৫-এর ৪(২) ধারায় মামলাটি করা হয়।

এছাড়া গত বছরের ১২ নভেম্বর দুই ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ৬৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English