শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের মিনদানাও দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগ জানিয়েছে বুধবার (১৬ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭.৩৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএস সার্ভেলেন্স সেন্টার জানিয়েছে এই কম্পনের উৎস মাটির ১০ কিমি গভীরে।স্থানীয় প্রশাসনিক কর্তারা জানান মিনদানাও এলাকায় কম্পনের পরে বাড়ি থেকে সব বাসিন্দা বেড়িয়ে পড়েন। তীব্র আতঙ্ক ছড়ায়। ইউএস সার্ভেলেন্স সেন্টারের দাবি এই কম্পন অনুভূত হয় মিনদানাও দ্বীপে।

ভূকম্পের উৎস ছিল কলোম্বীয় শহর থেকে ৭.৭ কিলোমিটার দূরে। ২০১৮ সালেও ভূমিকম্পের তাণ্ডবে বিধ্বস্ত হয় ফিলিপাইন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৩।

দক্ষিণ ফিলিপাইনের মিনদানাও দ্বীপে এই কম্পন অনুভূত হয়৷ মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী জানা যায় পুন্ডগুইটান উপকূল অঞ্চল থেকে প্রায় ১০১ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই কম্পনের উৎসস্থল৷ তবে ভূমিকম্প ক্ষয়ক্ষতি না হলেও, ক্রান্তীয় ঝড় উসমানের সৌজন্যে গৃহহীন হয়ে পড়েন প্রায় ১৭হাজার মানুষ৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English