সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ফের লকডাউন জারি হচ্ছে যুক্তরাজ্যে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যুক্তরাজ্যে ফের জারি হতে যাচ্ছে লকডাউন। আগামী সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মাসব্যাপী লকডাউনের ঘোষণা দিতে পারেন। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লকডাউন সংক্রান্ত নথির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনার প্রথম ঢেউয়ের চেয়ে যুক্তরাজ্যে এবার আরো বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সরকারের তৈরি একটি মডেল অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর যুক্তরাজ্যে প্রতিদিন চার হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে।

গত বসন্তে করোনার প্রথম ঢেউ আঘাত হানার পর প্রতিদিন হাজারের বেশি মৃত্যু দেখেছিলো যুক্তরাজ্য।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত ৯ লাখ ৮৯ হাজার ৭৪৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ হাজার ২২৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English