রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ফেসবুক ও টুইটার ছাড়লেন হ্যারি-মেগান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪২ জন নিউজটি পড়েছেন

শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন প্রিন্স হ্যারি ও মেগান মারকেল।

ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও ঘৃণা ছাড়ানো অব্যাহত থাকায় হতাশ হয়ে তারা এসব মাধ্যম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর সানডে টাইমসের।

এই দম্পতি যুক্তরাষ্ট্রে তাদের আরও প্রগতিশীল ভূমিকা পালনের লক্ষ্যে ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকে সামাজিক যোগাযোগমাধ্যম প্রত্যাখ্যান করছেন।

এ ছাড়া এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের নতুন আর্চওয়েল ফাউন্ডেশনের জন্যও তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন না।

ব্রিটিশ রাজদায়িত্ব আকস্মিকভাবে ছেড়ে দিয়ে এই দম্পতি গত বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাস শুরু করেন।

আগে অনলাইনে এই দম্পতির জোরালো উপস্থিতিই ছিল। রাজদায়িত্ব পালনকালে ইনস্টাগ্রামে তাদের এক কোটিরও বেশি অনুসারী ছিল।

গত বছর রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অংশ হিসেবে তারা রাজ উপাধিও ত্যাগ করেন। এর পর তারা আর্চওয়েল নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান গঠন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English