শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

ফ্রান্সে সাইক্লিং টুর্নামেন্টে ভয়াবহ দুর্ঘটনা

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫৩ জন নিউজটি পড়েছেন
ফ্রান্সে সাইক্লিং টুর্নামেন্টে ভয়াবহ দুর্ঘটনা
LANDERNEAU, FRANCE - JUNE 26: Bryan Coquard of France and Team B&B Hotels p/b KTM & Kristian Sbaragli of Italy and Team Alpecin-Fenix injury after crash during the 108th Tour de France 2021, Stage 1 a 197,8km stage from Brest to Landerneau - C??te De La Fosse Aux Loups 176m / Medical / Doctor / @LeTour / #TDF2021 / on June 26, 2021 in Landerneau, France. (Photo by Anne-Christine Poujoulat - Pool/Getty Images)

ফ্রান্সের ‘ট্যুর ডে ফ্রান্স’ সাইক্লিং টুর্নামেন্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েক জন প্রতিযোগী আহত হয়েছেন বলে জানিয়েছে দ্যা সান।

রাস্তার পাশে দাঁড়ানো একজন নারী দর্শক পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি টিভি ক্যামেরায় কিছু একটা দেখাতে গিয়ে রাস্তায় পড়ে যান। ভিডিওতে দেখা যায়, ওই নারী জার্মান রাইডার টনি মার্টিনের ওপর এসে পড়েন। মার্টিন পড়ে যাওয়ার পর ৫০ জনের মতো রাইডারও পড়ে যান।

ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ হিসেবে সেই নারীকেই দায়ী করছে পুলিশ। ইতোমধ্যে সেই সেই নারী দর্শকের খোঁজ করছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাভোগ হতে পারে সেই নারীর।

বড় ধরনের সাইক্লিং প্রতিযোগিতায় এটি দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে ২০১২ সালে এমন আরেকটি ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English