মারা গেছেন সুপরিচিত বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়। কলকাতার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘ডার্টি পিকচার’-এর মতো ছবির এই অভিনেত্রীর মরদেহ। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কলকাতার লেক থানা এলাকার যোধপুর পার্কের একটি অভিজাত আবাসনের তিনতলায় থাকতেন এই অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।
আজ শুক্রবার দুপুরে বেশ কয়েকবার তাঁর ফ্ল্যাটের ডোরবেল বাজিয়ে কোনো সাড়া পাচ্ছিলেন না অভিনেত্রীর গৃহপরিচারিকা চন্দনা দাস। পরে প্রতিবেশীদের সাহায্যে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আরিয়ার রক্তাক্ত মরদেহ।
ভারতের প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের ছোট মেয়ে আরিয়ার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আরিয়া অভিনয় শেখেন মুম্বাইয়ের অনুপম খের অ্যাকটিং স্কুলে। বলিউডে তাঁর প্রথম সিনেমা দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোঁকা’। পরের বছরই বিদ্যা বালানের সঙ্গে তিনি অভিনয় করেন ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে।
মডেল হিসেবেও পরিচিতি ছিল আরিয়ার। বেশ কয়েক বছর ধরে মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি। প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক বছর ধরে ছন্নছাড়া জীবন কাটাচ্ছিলেন তিনি। এমনকি স্থানীয় লোকজনের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। আরিয়ার পরিচারিকা চন্দনা দাস বলেন, ‘আজ সকাল থেকে বেশ কয়েকবার ফোন করি তাকে। কিন্তু ফোন বন্ধ ছিল। বেল বাজিয়েও কোনো সাড়া পাইনি। পুলিশ এসে দরজা খোলার পর দেখলাম, মুখ থুবড়ে উল্টে পড়ে রয়েছে। রক্ত ছড়িয়ে রয়েছে মেঝেতে।’ তিনি আরও বলেন, ‘খুব বেশি কথা বলতেন না তিনি। আমি এলে নিজের কুকুরটাকে নিয়ে অন্য ঘরে গিয়ে বসে থাকতেন।’
আরিয়ার মৃত্যুর তদন্ত শুরু করেছেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা। প্রতিবেশী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন তাঁরা। স্থানীয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে লেক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সকালেও তিনতলার বারান্দায় আরিয়াকে দেখা গেছে, জানিয়েছেন প্রতিবেশীরা। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। ইতিমধ্যে মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনাস্থল পরিদর্শনে আসার কথা ফরেনসিক বিভাগের কর্মকর্তাদের। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই এ মৃত্যুর রহস্য পরিষ্কার হবে।
গত ১৪ জুন মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। তাঁর মৃত্যুর তিন দিন আগে সাবেক ম্যানেজার, ২৮ বছর বয়সী দিশা সালিয়ান উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে ভারতীয় বিনোদনজগতে চলছিল অস্থিরতা। শোনা যায় বেশ কিছু অপমৃত্যুর খবর। গত আগস্ট মাসেও অভিনেতা সমীর শর্মার লাশ উদ্ধার করা হয় তাঁর নিজের বাসা থেকে। সেপ্টেম্বরের শুরুতে তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দপল্লি হায়দরাবাদের নিজ বাসায় আত্মহত্যা করেন। তার কিছুদিন পর মাত্র দুদিনের ব্যবধানে আত্মহত্যা করেন টেলিভিশন সিরিয়ালের অভিনেতা অক্ষত উত্তরাক্ষ ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রাভিনেতা থেন্নারাসু।
গত নভেম্বর মাসে হিমাচল প্রদেশের একটি ব্যক্তিমালিকানাধীন অবকাশযাপন কেন্দ্রে পাওয়া যায় বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। গত সপ্তাহে তামিল টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী ভিজে চিত্রার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় চেন্নাইয়ের নসরপেট এলাকার এক হোটেল থেকে।