যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যায় মূল অভিযুক্ত আসামি সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার ১০ লাখ মার্কিন ডলারে তাকে জামিন দেওয়া হয়। খবর বিবিসির
গত ২৫ মে ফ্লয়েডকে আটক করতে গিয়ে রাস্তায় ফেলে তার ঘাড়ের ওপর হাঁটুচাপা দিয়ে রাখলে শ্বাস বন্ধ হয়ে মারা যান তিনি।
ফ্লয়েড হত্যার দায়ে এরইমধ্যে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনসহ আরো তিনজনকে। চারজনই এখন জামিনে রয়েছেন।
আগামী বছরের মার্চ মাসে ফ্লয়েড হত্যা মামলায় আবার বিচারের মুখোমুখি হবেন জামিনে থাকা এই চারজন।
ফ্লয়েড হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে যায়। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে এ ঘটনায় বিক্ষোভ হয়েছে। ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শিরোনামে বিক্ষোভ চলতে থাকে।