বগুড়ায় বাস খাদে পড়ে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম ফাহিমা বেগম (৪০)। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামের আফজাল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে একটি বাস যাত্রী নিয়ে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা সদরে যাচ্ছিল। পথিমধ্যে দরগাহাট এলাকায় নির্মাণাধীন ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী ফাহিমা বেগম নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।