বগুড়ায় তিন ওষুধ ব্যবসায়ীকে কারাদণ্ড ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম। সোমবার বিকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ওই দিন বিকালে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান মোয়াদোত্তীর্ণ ওষুধসহ চারজনকে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমান আদালত মো. আপেল মাহমুদ (৩০), মো. হামিদ খান বাদশা (৪৫), মো. খোরশেদ আলমকে (২৫) তিন মাস করে কারাদণ্ড ও মো. আতাউর রহমান নামের আরেক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মোয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।
এসম র্যাব-১২ বগুড়া ক্যাম্প স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ র্যাবের একটি দল উপস্থিত ছিলেন।