রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বঙ্গবন্ধু জাদুঘরে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকা সফরে থাকা যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। তিনি আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর রোডের স্মৃতি জাদুঘরটি পরিদর্শনে যান। বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাদুঘর পরিদর্শনের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিগান। তিনি ইন্টারন্যাশনাল ভিজিটরস বুকে লেখেন, স্বাধীনতার ৫০ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করছে বাংলাদেশ। বাংলাদেশের মতো এমন বন্ধু পেয়ে গর্বিত যুক্তরাষ্ট্র। আমরা আশা করি, আগামী ৫০ বছর এবং এর পরবর্তী সময়ে বাংলাদেশ একটি শক্তিশালী, স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করবে।

স্টিফেন বিগানকে পুরো জাদুঘর ঘুরে দেখান বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর এন আই খান। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ এ সময় উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে গতকাল বুধবার দুপুরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English