মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা কৃষকের মাঠে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুজিববর্ষ ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ফসলের মাঠে নিজ জমির ক্যানভাসে এঁকেছেন অভাবনীয় এক শিল্পকর্ম। তিনি এ শিল্পকর্মটি করেছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা ও নৌকার।

এতে ফুলেল শ্রদ্ধায় ভালোবাসায় হেসে উঠেছে বঙ্গবন্ধুর একখণ্ড নান্দনিক সবুজ বাংলাদেশ।

উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের পাড়াখালবলা গ্রামের কৃষক আবদুল কাদির তার ছবি আঁকার মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন সবজি ফসল লাল শাঁক ও সরিষা। তিনি ৩৩ শতক জমিতে তুলে ধরেছেন বাংলা ও বাঙালির অসামান্য প্রতিচ্ছবি। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক সাড়া পড়েছে প্রশাসনসহ সর্বত্র।

সোমবার সরেজমিন দেখা যায়, আবদুল কাদিরের জমির ওই নান্দনিক দৃশ্য দেখার জন্য শত শত জনতার ভিড়।

খবর পেয়ে এ শিল্পকর্ম দেখতে যান ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক ও জনপ্রতিনিধিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English