কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নানা রাজনৈতিক, সামাজিক সংগঠন। এ নিয়ে থাকছে ইত্তেফাকের প্রতিনিধি/সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মির্জাপুর উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন।
মির্জাপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন জানান, ছাত্রলীগের উদ্যোগে দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাস স্টেশনের বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
ডোমার (নীলফামারী) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা ও অবমাননার প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। রবিবার উপজেলা আওয়ামী লীগ ওই কর্মসূচিগুলোর আয়োজন করে।
সকাল ১১ টার দিকে ডাকবাংলো সড়কের দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডে মানববন্ধনে মিলিত হয়। ঘণ্টা ব্যাপী মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফয়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কর্মসূচিগুলোতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নারী-পুরুষ অংশ নেয়।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, জঙ্গিবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার সঞ্চালনায় সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, শ্রমিকলীগের আহ্বায়ক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, আব্দুল মোমিন মহসিন, মনিরুজ্জামান জিন্নাহ, চন্দন দাস কুমার রিংকু, রতন বসাক, যুবলীগ নেতা আরিফুজ্জামান সরকার আরিফ, জাহাঙ্গীর আলম, আবু বকর ছিদ্দিক, ছাত্রলীগ নেতা সোহেল রানা, জিহাদুল ইসলাম জিহাদ প্রমুখ বক্তব্য রাখেন।
এরআগে এমপি হাবিবর রহমানের নেতৃত্বে পৌরশহরের হাসপাতাল রোডস্থ মোজাহার আলী কোল্ডস্টোর চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর, জঙ্গিবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
রবিবার উপজেলা পরিষদের সামনের সড়কে সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও ন্যাক্কারজনক এই ভাঙচুরে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার দুপুরে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা তার বক্তব্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা, জঙ্গিবাদ, মৌলবাদের বিস্তারের প্রতিবাদে নিয়ামতপুরে উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগ ও কৃষকলীগ যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তিন মাথার মোড় হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামের মেইন গেটের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ামতপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এছাড়া বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম এবং শাখা ছাত্রলীগের একাংশের উদ্যোগে ভিন্ন সময় ও পৃথক ব্যানারে এসকল প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের সামনে জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দের একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক সহ বড় বাজার প্রশিক্ষণ করে।
বিক্ষোভ মিছিলে শেষে রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আরফানুল হক অন্তর, সাধারণ সম্পাদক মো. রিয়াদ রায়হান ইফতি প্রমুখ।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরোধীতা ও অবমাননাকারীদের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কায়কোবাদ চত্বর ঘুরে শহিদ মিনারে ফিরে এসে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালল উদ্দিনসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময়,উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো। ফারুক হোসেন সরকার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, যুগ্ম সম্পাদক মো তাজ উদ্দিন আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কাহহার সিদ্দিকী, যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন ৷
বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মানে হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে এখনো বিদ্যমান। স্বাধীনতাবিরোধী চক্রের সকলকে আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের এ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ রাসেল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, দপ্তর সম্পাদক নিমাই সিংহ, উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, মো. ফয়জার রহমান, আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. শফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল প্রমুখ।
এ সময় বক্তরা জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
আয়োজিত মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, সাতজন ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা-সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর রহমান, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা ইয়াসমীন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জমিদার রহমান টাইগার। সঞ্চালনায় ছিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল।
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অব্যাহত অপপ্রচার ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে আদিতমারী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শিমুল, ছাত্রলীগের সাধারণত সম্পাদক মাইদুল ইসলাম বাবু, ছাত্রলীগের সহ-সভাপতি অনুপম রায় দোলন, ছাত্রলীগ নেতা মোনজোর হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবীর হোসেন প্রমুখ। তারা যেকোনো মূল্যে মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন বন্ধ করার আহ্বান জানান এবং সরকারকে কঠোর হস্তে দেশবিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে কঠোর হস্তে দমন করার আহ্বান জানান।
গফরগাঁও ( ময়মনসিংহ) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো।
দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে যোগ দেয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা মশাখালি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মো. আওরঙ্গ হেলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু কাওসার, পৌর শাখা যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান সজীব, যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সানিল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মন্ডল প্রমুখ।
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে রবিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ফেনী জেলা আসাফো সভাপতি নিজাম উদ্দিন মজুমদার এর সভাপতিত্বে এবং বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
টংগীবাড়ি (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলার ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টংগীবাড়ি উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে রবিবার বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে থানা পর্যন্ত গিয়ে শেষ হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, আওয়ামী লীগ সদস্য মোফাজ্জল শেখসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও ভাস্কর্য বিরোধীতাকারীদের বিরুদ্ধে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরীপুর বঙ্গবন্ধু চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী ভাস্কর্যের বিরোধী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করায় ভাস্কর্য বিরোধীতাকারীদের ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর-অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
রবিবার দুপুর সাড়ে ১২টায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে সমাবেত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সহ-সভাপতি নুরে আলম কবির লেবু, মিজানুর রহমান বকসী, সাধারণ সম্পাদক আবু বক্কর-সিদ্দিক মিলন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মুজিবুল হক এমপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। এতে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, কুষ্টিয়ার পাঁচরাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজশাহীজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার বিকেলে রাজশাহী মহানগরীর ৩৫টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে সাহেব বাজার বড়মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে মেয়র লিটন বক্তব্য দেন। এসময় মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ’র সভাপতিত্বে নগরীর লক্ষীপুরে বিক্ষোভ শেষে বঙ্গবন্ধুর ম্যূরালের পাদদেশে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়া জেলার বাঘা, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, পবা, মোহনপুর, গোদাগাড়ী, তানোর উপজেলা সদর এবং ১৪টি পৌর এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সিলেট অফিস জানায়, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
রবিবার সকাল ১১টা থেকে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাঙচুরের প্রতিবাদে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশে করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনগুলো।
রবিবার নগরীর বেতপট্টিস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। দুপুর ১২টায় রংপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে অঙ্গ সংগঠনগুলোর একটি বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি মো. সাফিয়ার রহমান শফি ও সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তিসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
এদিকে দুপুর সাড়ে ১২টায় নগরীর বেতপট্টিস্থ আওয়াম লীগ কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে অঙ্গ সংগঠনগুলোর একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মুর্যালে গিয়ে সমাবেশ করেন।
অপরদিকে একই দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখা।
সমাবেশে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাঙচুরকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া বিভ্রান্তমুলক ফতোয়াবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শিবচর পৌরসভার ৭১ চত্বরে সমাবেশ করেন নেতাকর্মীরা।
নওগাঁ প্রতিনিধি জানান, উগ্র মৌলবাদী গোষ্ঠি কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতীর পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল অফিস জানায়, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল আওয়ামী লীগ। রবিবার বেলা ১১টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ^বিদ্যালয় পরিবার। রবিবার দুপুর ২টার দিকে বিশ^বিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে শনিবার রাত থেকে নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কস্থ শহীদ আ. রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে স্থাপিত জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রক্ষার জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই দাবিতে রবিবার সকালে জেলার দশ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরে মহীদ ফিরোজ চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে ফিরোজ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রতিনিধি প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে রুখতে বাগেরহাটে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার বিকেল ৪টায় শহরের রেলরোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের রেলরোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, তার সহযোগী ও অঙ্গ সংগঠন। রবিারার দুপুরে এসএস রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রবিবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নড়াইল প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঈশ্বরদীতে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার বিকেলে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি’ এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িত মৌলবাদীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বিক্ষোভে উপজেলা, পৌর, কলেজ ও ৭টি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশগ্রহন করে।
মিছিলটি পোষ্ট অফিস মোড় হতে শুরু হয়ে শহরের রেলগেটে গোল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করে। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি ও সাধারণ সম্পাদক সুমন দাস।
সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা যুবলীগ। রবিবার বিকালে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।