রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

বদলে যাচ্ছে বার্সার চেহারা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

লিওনেল মেসির ঝাঁকিটা বোধ হয় ভালোভাবেই কাজে দেবে। হতশ্রী একটা মৌসুম শেষ করেই বার্সা ছাড়ার যে বার্তা দিয়েছিলেন তিনি। তাতে অনেক হিসাব-নিকাশই বদলে ফেলতে হয় কাতালানদের।

অবশ্য মেসিকেসহ একটা হিসাব আর মেসিকে ছাড়া আরেকটা করেছিল লা লিগার ক্লাবটি। যাক, নানা কারণে শেষ পর্যন্ত বার্সায় থাকতে হচ্ছে মেসিকে। নিজ মুখে সেসব নিয়ে বিস্তারিত বলেছেন ‘গোল ডটকম’-এর সাক্ষাৎকারেও।

সেখানে তিনি জোর দিয়ে একটা কথা বলেন যে এই ক্লাবের কোনো লক্ষ্য নেই। এরা সময়ের ত্রুটি ঢেকে চলতে চায়, কোনোরকম দীর্ঘমেয়াদি বা জুতসই পরিকল্পনা নেই। বার্সা বোর্ড হয়তো তার কথা কিছুটা হলেও এবার রাখবে।

যদিও মেসি ২০২১ সালের জুনের পর থাকেন কিনা, সেটাও সন্দেহ। কেননা, এখনও নতুন কোনো চুক্তি করেননি তিনি। আর চুক্তি না করা পর্যন্ত মেসির মেয়াদ আর এক মৌসুম। তবু মেসিকে বার্সা বোঝাতে চায়, ‘আমরা ক্লাবটাকে নতুনভাবে গড়ব, তুমি থাকো আমাদের সঙ্গে।’ সেই টার্গেট নিয়েই এগোচ্ছেন বর্তমান কোচ রোনাল্ড কোম্যানও। ২০২০-২১ মৌসুম সামনে রেখে এরই মধ্যে একাধিক খেলোয়াড় দলে রিক্রুট করেছে তারা। এখনও দলটির নজরে বেশ কয়েকজন তারকা ফুটবলার।

শোনা যাচ্ছে, ডাচম্যানের ডাচ তারকা উইজনালডামকে লিভারপুল থেকে উড়িয়ে আনতে চান কোম্যান। মাঝমাঠে এ মুহূর্তে সার্জিও বুসকেটস, ডি জংও আছেন। তাদের সঙ্গে নিয়মিত একাদশে উইজনালডামকে ঢোকাতে পারলে হয়তো গতিটা আরও বাড়বে। এ ছাড়া লিঁও থেকে আরেক ডাচ মেমপিস দেপাইকেও চান কোম্যান। তার জন্য প্রয়োজনে ৪০ থেকে ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি বার্সা।

একদিকে যেমন লাইনআপের নয়া গঠনপ্রণালি ঠিক করতে নতুন প্লেয়ার কিনতে চাইছে বার্সা, পাশাপাশি কিছু খেলোয়াড়কে মাইনাসও করবে তারা। যে তালিকায় অনেক দিন থেকে গুঞ্জনে থাকা লুইস সুয়ারেজ, আতুরো ভিদাল, রাফিনহা, এমনকি গতকাল থেকে আন্তোনিও গ্রিজম্যানের নামও শোনা যাচ্ছে। যদিও মেসি যখন বার্সাকে ‘না’ বলেন, তখন কোম্যানের ইঙ্গিত ছিল গ্রিজম্যানকে ঘিরে দল গড়বেন তিনি। কিন্তু মেসি ইউটার্ন করায় বদলে যেতে পারে কোম্যানের প্ল্যান। তেমনটা হলে গ্রিজম্যানের জন্য হতে পারে ত্রিমুখী লড়াই।

স্প্যানিশ মাধ্যমগুলো বলছে, লিভারপুল, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী গ্রিজম্যানের জন্য। এদিকে সুয়ারেজ পেয়ে গেছেন নতুন ঠিকানা। জুভেন্তাসের সঙ্গে তার চুক্তি প্রায় পাকা হয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English