রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বরিশালে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু অডিটোরিয়াম

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

অনেক আলোচনা-সমালোচনার টানা ৫ বছর পর বরিশালে চালু হতে যাচ্ছে বঙ্গবন্ধু অডিটোরিয়াম। বর্তমানে যেভাবে রয়েছে সেভাবেই চালু হতে যাচ্ছে এ অডিটোরিয়ামটি।

শুক্রবার বিকালে বরিশালের ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ কথা বলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ওই সভা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাদিক আবদুল্লাহ এ সময় বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যে পর্যন্ত বঙ্গবন্ধু অডিটোরিয়ামের কাজ করেছে সেই অবস্থাতেই ৩১ আগস্ট তা চালু করা হবে। এ সময় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই এ আয়োজন করা হবে।

মেয়র বলেন, প্রথমত বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিগত মেয়রের গড়িমসি রয়েছে। তাছাড়া জায়গা নির্ধারণও সঠিক হয়নি। মোহামেডান ক্লাবের পিছনে করা হয়েছে বঙ্গবন্ধু অডিটোরিয়ামটি। যে ক্লাবে জুয়া থেকে শুরু করে কি-না চলে। তবুও আমরা মুজিববর্ষ উপলক্ষে বহুলপ্রত্যাশিত অডিটোরিয়ামটি চালু করতে যাচ্ছি। ৫ তলাবিশিষ্ট এই অডিটোরিয়ামটি আপাতত এক থেকে তৃতীয়তলা পর্যন্ত চালু করা হবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান করা যাবে।

সাদিক আবদুল্লাহ আরও বলেন, দুই বছর সরকারি কোনো অনুদান ছাড়াই সিটি কর্পোরেশনকে চালাতে হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের কোনো বেতন বকেয়া নেই। আশা করছি সামনের তিন বছর বরিশালের মানুষ যে কারণে আমাকে নির্বাচিত করেছেন তা পূরণ করতে সক্ষম হব।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বরিশাল শহীদ মিনারের পাশেই বঙ্গবন্ধু অডিটোরিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ১৩ জানুয়ারি। ১৭ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ১২ জানুয়ারি নির্মাণ কাজ শেষ করার কথা ছিল বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি)।

এদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সভায় নগরীর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিবদমান সমস্যার সমাধান করা হয়। এছাড়া নানা দিকনির্দেশনা দেয় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। অন্যায় করে দলের বদনাম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন মহানগর আওয়ামী লীগের ওই দুই কর্ণধার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English