মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

বরিশালে প্রাণিসম্পদের ভাণ্ডার গড়ে তোলা হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, অপার সম্ভাবনাময় বরিশালে প্রাণিসম্পদের ভাণ্ডার গড়ে তোলা হবে। প্রয়োজনে এখান থেকে বিদেশে মাংস রফতানি করা হবে। এখানে সরকারি সহযোগিতায় গবেষণা কেন্দ্র করা হয়েছে, যেখান থেকে বেকার ছেলে-মেয়েরা ডিপ্লোমা শেষে চাকরিতে যোগ দিতে পারবে।

দারিদ্র্য দূর করে স্বাবলম্বী হবে। এখানকার কোনো উন্নয়নমূলক কাজে কেউ দুর্নীতি করলে আমরা জিরো টলারেন্স দেখাব। এরপরও কেউ যদি এসব কাজে জড়িয়ে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার দুপুরে বরিশাল নগরীর কাশিপুরে সরকারি ছাগল উন্নয়ন খামার উদ্বোধন এবং শ্রেষ্ঠ খামারি ও ছাগল পালনকারীদের উপকরণ ও পুরস্কার বিতরণীর আগে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা গ্রামের সাধারণ মানুষকে সুদমুক্ত ঋণ দিয়ে বেকারত্ব দূর করার প্রকল্প গ্রহণ করেছি। বরিশালে একটি চিড়িয়াখানার পাশাপাশি মহিষ গবেষণা কেন্দ্র করা হবে এবং বরিশালেই হবে সবচেয়ে বড় খামার। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল মালেক, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

পরে বিভিন্ন খামারিদের মাঝে উপকরণ তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। এর আগে তিনি ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English