বরিশালে নতুন করে ২৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৮৬৩ জন করোনায় আক্রান্ত হলেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন একজন।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫২ জন মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি সুস্থতা লাভ করেছেন ৪৩ জন। অদ্যাবধি বরিশাল জেলায় মোট ২০৭৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে শনাক্তদের মধ্যে আগৈলঝাড়া উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, বাবুগঞ্জ উপজেলায় ২ জন, বানারীপাড়া উপজেলায় ১ জন, উজিরপুর উপজেলায় ১ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ১ জন, গৌরনদী উপজেলায় ১ জন রয়েছেন।
এছাড়া বরিশাল নগরীর সাগরদী এলাকার ৩ জন, সদর রোড এলাকার ২ জন, মুন্সী গ্যারেজ, বিএম কলেজ রোড, নতুনবাজার, কাশীপুর, বৈদ্যপাড়া, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ১ জন করে ৬ জন, এনএসআইয়ের ১ সদস্য, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নার্স, ১ জন স্টাফসহ মোট ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।