সময়টা খারাপ যাচ্ছে বলিউডের।
করোনায় বিধ্বস্ত ভারতে বন্ধ সিনেমা হল। এরই মধ্যে সুশান্ত মৃত্যু রহস্যে উঠে আসা স্বজনপ্রীতি ও মাদক কেলেঙ্কারি ইস্যুতে আরও বিপর্যস্ত বলিউড।
আর এমন নাজুক পরিস্থিতিতে বলিউডে পা রাখছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বড় মেয়ে রেনি সেন।
বলিউড হাঙ্গামার খবর, ‘সুত্তাবাজি’ নামে একটি ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে রেনির। গত ৩ অক্টোবর ছবির শুটিং শুরু হয়েছে।
জানা গেছে, লকডাউনের ওপর ভিত্তি করে ‘সুত্তাবাজি’ ছবির গল্প আবর্তিত। যেখানে দেখানো হবে একটি রক্ষণশীল পরিবারের সদস্যদের সঙ্গে এক মা এবং মেয়ের মতবিরোধ ও সাফল্য। নারীর ক্ষমতায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখানো হবে সিনেমায়।
ছবিতে সেই বিদ্রোহী মেয়ের ভূমিকায় অভিনয় করবেন রেনি সেন। তার মায়ের ভূমিকায় দেখা যাবে কোমল ছাবরিয়াকে এবং বাবা চরিত্রে দেখা যাবে রাহুল ভোহরা।