শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বাঁশখালীতে শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিকদলের মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
বাঁশখালীতে শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিকদলের মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহতের ঘটনায় দোষীদের বিচার, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল।

জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার দুপুর ১২টার দিকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে পুলিশের বাধায় সমাবেশ সংক্ষিপ্ত করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাঁশখালীতে পাঁচজন মানুষকে গুলি করে হত্যা করা হলো। এখন তারা শ্রমিকদের দাবি মেনেছে। দাবি যখন মানবেই, তাহলে পাঁচটি জীবন নিল কেন? এরপর সেখানে শ্রমিকদের নামে মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় অনেক আজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। আমরা বলব, এই অজ্ঞাতনামা আসামি দেওয়ার মূল কারণ হলো গ্রেপ্তার বাণিজ্য করা। তা না হলে সেখানে তো সব কর্মচারীদের নাম-ঠিকানা আছে।

এ সময় বক্তারা আরও বলেন, আমরা যদি চুপ থাকি, প্রতিনিয়ত এই ঘটনা ঘটবে। তাই আমাদের সোচ্চার হতে হবে। এ ছাড়া বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু বিচার এবং শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা বলেন, সরকার আমাদের দাবি না মানলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিকদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সভাপতি খন্দকার জুলফিকার মতিন, সাধারণ সম্পাদক শাহ আলম রাজা, দক্ষিণের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, সিনিয়র সহসভাপতি সুমন ভূঁইয়া, সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English