করোনাকালের মাঝেই নেপালের বিপক্ষে ঘরের মাঠে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ক্রিকেট মাঠে দর্শক না গেলেও ফুটবল মাঠে দর্শক প্রবেশ করাতে যাচ্ছে ফিফা। তবে অবশ্যই তা সীমিত আকারে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৪-২৫ হাজার। কিন্তু ফিফার নির্দেশনা অনুযায়ী, করোনকালে এত দর্শক মাঠে প্রবেশের সুযোগ নেই।
আগামী ১৩ এবং ১৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ম্যাচ দুটিতে মাত্র এক-তৃতীয়াংশ দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন। সুতরাং বুঝতেই পারছেন, টিকিট হয়ে যাচ্ছে সোনার হরিণ। প্রতি ম্যাচে ৮ হাজার টিকিট ছাড়া হবে। ম্যাচের দুই দিন আগে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত মতিঝিল বাফুফে ভবন ও বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে টিকিট কেনা যাবে। এছাড়া মতিঝিল, খিলগাঁও, বাসাবো এবং পুরান ঢাকার সব এলাকায় ক্যারাভানে করে টিকিট বিক্রি করা হবে।
৮ হাজারের মধ্যে ৬০০টি থাকছে ভিআইপি টিকিট। এর ৫০ ভাগ সৌজন্য টিকিট হিসেবে বিতরণ করা হবে। বাকি ৫০ ভাগ, অর্থাৎ ৩০০ টিকিট থাকবে বিক্রির জন্য। সাধারণ গ্যালারির টিকিট থাকবে ৭৪০০টি। প্রতিটির মূল্য হবে ১০০ টাকা। মাঠে দর্শক ঢোকানোর ক্ষেত্রেও থাকছে কড়াকড়ি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৫, ১৩, ১৪, ১৬, ১৮ ও ১৯ নম্বর গেট খোলা থাকবে। সেখানে সামাজিক দূরত্ব মেনে দর্শকদের প্রবেশ করানো হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন বিকাল ৫টায় অনুষ্ঠিত ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।