রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

বাংলাদেশের অগ্রযাত্রায় শ্রীলঙ্কা পাশে থাকবে: রাজাপাকসে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
বাংলাদেশের অগ্রযাত্রায় শ্রীলঙ্কা পাশে থাকবে: রাজাপাকসে

বাংলাদেশের অগ্রযাত্রায় শ্রীলঙ্কা পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি এবং বাংলাদেশিদের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়াই জাতির পিতার আর্দশের প্রতিদান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর তৃতীয় দিন আজ শুক্রবার অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মিরপুরের সরকারি পিএইচ সেন্টারের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ইশারার ভাষায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে তৃতীয় দিনের অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানের থিম ‘যতকাল রবে পদ্মা যমুনা’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English