চলতি মাসের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের দিন। তার আগে নিজের প্রশাসনের গোছগাছ ও লোক নিয়োগের কাজে ব্যস্ত তিনি।
তার প্রশাসনে স্থান পাচ্ছেন স্থানীয় এবং বিদেশি বংশোদ্ভূত বহু আমেরিকান।বুধবার হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ অফিসের গুরুত্বপূর্ণ একটি পদে বাংলাদেশী বংশোদ্ভূত জাইন সিদ্দিকের নাম ঘোষণা করলেন তিনি।
জাইন সিদ্দিকের বেড়ে ওঠা নিউইয়র্কে। প্রিন্সটন ইউনিভার্সিটি ইয়েল ল’ স্কুল থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নেন তিনি। বর্তমানে কাজ করছেন বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডোমেস্টিক অ্যান্ড ইকনোমিক টিমের চিফ অব স্টাফ পদে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিতর্ক দলেরও সদস্য ছিলেন তিনি।
এর আগে তিনি ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট প্রার্থিতার নমিনেশনের লড়াইয়ে নামা বেতো ও’রৌক-এর প্রচারণা শিবিরের ডেপুটি পলিসি ডিরেক্টর ও তার সিনেট ক্যাম্পেইনের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ছিলেন।
এ ছাড়াও জাইন সিদ্দিক যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান, ডিসি সার্কিটের আপিল আদালতের বিচারক ডেভিড ট্যাটেল ও ডিসট্রিক্ট কোর্ট ফর দ্য সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার বিচারক ডিন প্রেগেরসনের অধীনে কাজ করেছেন। পেশায় তিনি একজন আইনজীবীও।