শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

বাজেটে কৃষিতে বরাদ্দ বাড়ানো ইতিবাচক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এডভোকেট আনোয়ার সা’দত সরকার বলেছেন, করোনা ভাইরাস মহামারির মধ্যে দেশের কৃষক ও কৃষি ব্যবস্থা ভালো নেই। অন্যান্য সেক্টরের মতো কৃষি খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। করোনার পরিস্থিতিতে দেশের খাদ্য সংকট মোকাবিলায় এবারের বাজেটে কৃষিতে বরাদ্দ ও ভর্তুকি দুটোই বাড়ানো হয়েছে। বাজেটে কৃষিতে বরাদ্দ বাড়ানো ইতিবাচক বলে মনে হয়েছে। প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট সম্পর্কে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের ব্যাংক সুদ মওকুফসহ করোনা ভাইরাসের ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ খুবই ব্যবসাবান্ধব। এখন ক্ষুদ্র ও মাঝারি খাতের বরাদ্দ সুষমভাবে বিতরণের ব্যবস্থা করতে হবে। তাহলেই উৎসাহব্যঞ্জক প্যাকেজের কার্যকারিতা থাকবে।

এডভোকেট আনোয়ার সা’দত সরকার বলেন, এবারের বাজেটে স্থানীয় শিল্প সুরক্ষায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে। বাজেটে বিদেশি বিনিয়োগকারীরা স্থানীয় শিল্পে বিনিয়োগ করে এ সুবিধা নিতে পারে। এছাড়া প্রতিযোগিতামূলক সুদহার ৯ শতাংশ নির্ধারণ করায় বিদেশি বিনিয়োগ আর কমবে না। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো ইন্টারনেটও এখন মৌলিক অধিকারে পরিণত হয়েছে। কোভিড-১৯ এর কারণে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন অফিস, হোম মিটিংসহ সব ধরনের চার্জ চলছে। ইন্টারনেট মানুষের জীবনধারার পরিবর্তন এনে দিয়েছে। তাই এবারের বাজেটে ইন্টারনেট ও মোবাইলে কথা বলার ওপর শতকরা ৫ ভাগ ভ্যাট বাড়ানো কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এক্ষেত্রে দাম কমিয়ে গ্রাহক বাড়ালেই রাজস্ব বাড়বে বলে আমি মনে করি।
তিনি বলেন, কৃষির উৎপাদন বাড়াতে সরকার আধুনিক যন্ত্রপাতি কেনায় ৫০ শতাংশ ভর্তুকি, কৃষিপণ্য রপ্তানিতে ২০ ভাগ নগদ প্রণোদনা, কৃষি সেচে বিদ্যুৎ ব্যবহারের ওপর ২০ শতাংশ রেয়াত এবং কৃষকদের সর্বনিম্ন সুদে ঋণ দেয়ার ব্যবস্থা থাকায় কৃষি খাতে উৎপাদনশীলতা বাড়বে। এছাড়া এবারের বাজেটে করোনা ভাইরাস মোকাবিলায় ১০ কোটি টাকা থোক বরাদ্দ রাখায় হেল্থ প্রোটোকল নিশ্চিত করার চেষ্টাকে সহায়তা করবে বলে বিশ্বাস করি। তদোপরি, কর বাড়ানোয় ব্যাংকে টাকার খরচ বাড়বে। ফলে মানুষ ব্যাংকে টাকা রাখার প্রতি উৎসাহ হারিয়ে ফেলবে। সঠিক বিবেচনায় এবারের বাজেট ব্যবসাবান্ধব, জনবান্ধব হয়েছে বলে আমি মনে করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English