বাংলাদেশ ফটবল ফেডারেশনের (বাফুফে) সভা অনুষ্ঠিত হওয়ার কথা ১১ আগস্ট। এই সভায় বাফুফের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এ সভা পিছিয়ে দেয়ার আবেদন করেছেন বাফুফের সহসভাপতি বাদল রায়।
তার মতে, যেহেতু ফিফা নির্দেশে করোনা কালে এজিএম হওয়ার কোনো সুযোগ নেই ফিফার নির্দেশে, তাই এই সভা হওয়ার কোনো যুক্তি নেই। তাই সভা পেছানোর আবেদন করছি। তার মতে, ১১ তারিখের সভার এজেন্ডা দেখে মনে হয়েছে এটি এজিএম সংক্রান্ত সভা।