রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মণ্ডলের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তার ছেলে কামরুল হাসানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ভবানীগঞ্জ বাজারের একটি মার্কেট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ কামরুলকে আদালতে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, পৌর মেয়র তাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ১৫ এপ্রিল স্ত্রী কোহিনুর, ছেলে কামরুল ও মেয়ের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। সেই মামলাতেই ছেলে কামরুলকে গ্রেফতার করা হয়েছে।