বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির দাবি জানিয়ে বরিশালে মানববন্ধন করেছে বরিশাল জেলা বার অ্যাসোসিয়েশন শিক্ষানবিশ আইনজীবী সমন্বয় পরিষদ।
মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে সকাল সাড়ে ১০টায় নগরে প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ আইন শিক্ষানবিশদের সরাসরি গেজেটের মাধ্যমে অ্যাডভোকেট হিসেবে সনদ প্রদান করার দাবি জানানো হয়।
বরিশাল জেলা বার অ্যাসোসিয়েশনের শিক্ষানবিশ সংগঠনের সমন্বয়কারী মো. বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবী মো. সরোয়ার হোসেন, গোপাল চন্দ্র শীল, সোনিয়া আক্তার, মো. মাসুদ খান, মো. রিয়াজ হোসেন, ইসরাত জাহান ডলি, প্রদীপ চন্দ্র হালদার, মো. মাইনুল হোসেন রিন্টু, তুষার রঞ্জন পাল, সোনিয়া আক্তার মুনা, রিপন হালদার, অনুপ চন্দ্র শীল, দুলাল বণিক, মো. রেজাউল করিম, হিমেল অধিকারী, মো. আল আমিন হোসেন, মো. সুজন খান, মো. মিজানুর রহমান, সালমা আক্তার, সাদিয়া আক্তার প্রমুখ।