বেসরকারি স্কুলের ৯০৮ জন শিক্ষককে বি.এড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি জানুয়ারি মাস থেকেই এই শিক্ষকদের বিএড স্কেল কার্যকর হবে।
বিএড স্কেল পাওয়া ৯০৮ জন শিক্ষকের মধ্যে মাউশির বরিশাল অঞ্চলের ৭৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ৬০ জন, কুমিল্লার ৯৫ জন, ঢাকার ১১৬ জন, খুলনার ১৫৪ জন, ময়মনসিংহের ১৩২ জন, রাজশাহীর ৭১ জন, রংপুরের ১৪৮জন এবং সিলেটের ৫৫ জন শিক্ষক রয়েছেন।