বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

বিএনপি নাশকতা করলে জনগণকে নিয়েই প্রতিহত করব : নাছির

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কোনো অপশক্তির কাছে আওয়ামী লীগ মাথা নত করে না। বিএনপি অতীতের মতো আন্দোলনের নামে নাশকতা করলে আমরা জনগণকে নিয়েই প্রতিহত করব।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিয়িামের সাবেক সদস্য শ্রী পুলিন দে’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, প্রয়াত পুলিন দে একজন স্পষ্টভাষী ও শুদ্ধাচারী রাজনীতিক। ত্যাগী রাজনীতিক হিসেবে তার সার্বজনীন গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তিনি আমৃত্যু মানুষকে ও দেশকে ভালবেসেছেন, বিনিময়ে কিছুই চাননি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে একাত্তরের পরাজিত শক্তির পুনরুদ্ধার ঘটেছে। জিয়া, এরশাদ ও খালেদা জিয়া একাত্তরের পরাজিত শক্তির পৃষ্ঠপোষক। এ দেশের বিরুদ্ধে রাজপথের লড়াই অব্যাহত রেখে শুভ শক্তির প্রকাশ ঘটাতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English