মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

বিএনপি প্রার্থীর মৃত্যু, নির্বাচনের ফলাফল স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৮ জন নিউজটি পড়েছেন

খুলনার চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করা হয়েছে। নির্বাচন চলাকালে সোমবার বিকাল পৌঁনে ৪টায় বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খানের মৃত্যু হওয়ায় ফল স্থগিত করা হয়।

রিটার্নিং অফিসার এম মাজহারুল ইসলাম চালনা পৌরসভার মেয়র পদের ফলাফল স্থগিত রাখার কথা নিশ্চিত করেছেন।

আবুল খয়ের করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রিটার্নিং অফিসার জানান, চালনা পৌরসভায় নির্বাচনকালীন একজন মেয়র প্রার্থীর মৃত্যু হওয়ায় মেয়র পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বেসরকারি ফল ও প্রার্থীদের সূত্রে জানা গেছে, চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সনত কুমার বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ৬০৭২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মণ্ডল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫১৫ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী আবুল খয়ের খান ধানের শীষ প্রতীক নিয়ে ৬০৩ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী গৌতম রায় পেয়েছেন মাত্র ৬৬ ভোট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English