যুক্তরাষ্ট্র থেকে করোনা পরীক্ষায় পাস করেই দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। বিকেএসপিতে অনুশীলন শুরুর আগেও তার দিতে হয় করোনা পরীক্ষা। সেই পরীক্ষায়ও পাস করে রোববার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নতুন ফেরার অনুশীলন শুরু করেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব। এই বিকেএসপি দিয়েই শুরু হয়েছিল তার যাত্রা।
বিকেএসপির ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন। সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ খেলবে ২৪ অক্টোবর। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে ফেরাকে লক্ষ্য ধরেই অনুশীলন শুরু করেছেন সাকিব।
সাকিবকে দীর্ঘ এক বছরের বিরতি দিয়ে ক্রিকেটে ফেরার লড়াইয়ে নাজমুল আবেদিনের পাশাপাশি সহায়তা করবেন তার ছেলেবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবের অনুশীলন পর্যবেক্ষণ করবেন তিনি। এছাড়া প্রয়োজন পড়লে বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব বিকেএসপির ফিটনেস ট্রেনিং কোচদের সহায়তাও নিতে পারবেন।
এর আগে সাকিব আল হাসান জুয়াড়ি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়ায় এক বছরের সাজা পান। এছাড়া তার এক বছরের স্থগিত সাজাও আছে। গত মার্চে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব সেই সাজা শেষের পথে থাকায় দেশে ফিরেছেন। কিন্তু সাজা শেষ না হওয়া পর্যন্ত সাকিব ক্রিকেটে ফিরতে বিসিবির কোন সুযোগ সুবিধা নিতে পারবেন না। তিনি তাই বিকেএসপিকে ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ের জন্য বেছে নিয়েছেন।