সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বিক্ষোভের মুখে নতুন কৃষি আইন নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে তীব্র হচ্ছে আন্দোলন। কৃষকরা রাজপথে নেমেছেন বিক্ষোভে। এই বিক্ষোভের মধ্যেই শনিবার ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ৯৩তম বার্ষিক সভায় ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সভার বক্তৃতায় তিনি নতুন কৃষি আইনের নানা সুফল তুলে ধরলেন। আর ওই সভা যেন হয়ে উঠল নতুন কৃষি আইনের পক্ষে সমর্থন দেওয়ার মঞ্চ। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, নতুন কৃষি আইনের ফলে কৃষি ও তার সহযোগী বাণিজ্য ক্ষেত্রগুলির মধ্যে দূরত্ব দূর হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। শনিবার তিনি বলেন, কোনও বাণিজ্য ক্ষেত্রের মধ্যে যদি অপ্রয়োজনীয় বাধা তৈরি হয়, তাহলে সেটি কোনও দিনই নিজের মতো করে গড়ে উঠতে পারে না।

নরেন্দ্র মোদি বলেন, কৃষি পরিকাঠামো, খাদ্য প্রক্রিয়াকরণ, ফসল সঞ্চয়, ইত্যাদি ভিন্ন ভিন্ন কৃষি নির্ভর বাণিজ্যক্ষেত্রগুলির মধ্যে অদৃশ্য দেওয়াল আছে। নয়া আইনের ফলে সেই দেওয়াল সরে গিয়েছে। তাই নতুন কষি আইন কৃষকদের কাছে নতুন দিক উন্মোচন করবে। পৌঁছে দেবে নতুন প্রযুক্তি ও বাজার। দেশের কৃষকরাই এর থেকে সবচেয়ে লাভবান হবেন।

মোদি আরও বলেন, ভারতীয় বাণিজ্য ক্ষেত্রগুলিতে দেওয়ালের কোনও স্থান নেই। প্রয়োজন সেতুর, যা একে অপরের মধ্যে মেলবন্ধন তৈরি করবে।’’ এ ছাড়া, তাঁর ভাষণে কৃষি ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের প্রসঙ্গটিও এসেছে। তাঁর কথায়, ‘‘দেশে কৃষি ক্ষেত্রে এতদিন সবচেয়ে কম বেসরকারি বিনিয়োগ হয়েছে। নয়া আইনের ফলে কৃষি ক্ষেত্রেও বিপুল বেসরকারি বিনিয়োগ সম্ভব হবে যা, ক্ষেত্রটিকে আরও বড় করে তুলবে।

এদিকে বিক্ষোভের ১৭তম দিনে এসেও কৃষকরা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনও অনড়। শনিবার নতুন করে দিল্লি অবরুদ্ধ করে দেওয়ার কর্মসূচি নিয়েছেন কৃষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি হরিয়ানা সীমান্তে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English