বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বিদ্যুতের তারে ৩ ঘণ্টা ঝুলেছিল লাশ

অনলাইন সংস্করণ
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ১০২ জন নিউজটি পড়েছেন
বিদ্যুতের তারে ৩ ঘণ্টা ঝুলেছিল লাশ

রংপুরের গংগাচড়ায় বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে সুভারভাইজারের অবহেলার কারণে তৌহিদুল ইসলাম (২৩) নামে বিদুৎকর্মীর মৃত্যু হয়েছে। বিদুতের উচ্চক্ষমতাসম্পন্ন লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সে প্রায় তিন ঘণ্টা ঝুলে থাকার পর তার লাশ দেখতে পান প্রতিবেশীরা।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হলে তার ঝুলন্ত মরদেহ নামিয়ে আনা হয়। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কামারপাড়া চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ওই উপজেলার মর্ণেয়া ইউনিয়নের খলিফাবাজার চৌদ্দমাথা এলাকার টেক্কা মিয়ার ছেলে।

পল্লীবিদ্যুৎ সমিতি-১ (গংগাচড়া) এর এজিএম প্রণব কুমার দে জানান, ওই এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের কাজ করছিল মেসার্স নাহার কন্সট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান।

ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইনম্যান তৌহিদুল ইসলাম সোমবার সকালে বিদ্যুতের পোলে ওঠে কাজ করছিলেন। এ সময় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লইন পল্লী বিদ্যুতের সুভারভাইজার ফজলু মিয়া চালু করেন। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই লাইনম্যান তৌহিদুল ইসলাম (২৩)। সুপারভাইজার ফজলু মিয়ার দায়িত্ব অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গংগাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তার ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English