বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বিদ্যুতের দাম বাড়লে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৫১ জন নিউজটি পড়েছেন

আবারও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে সাধারণ জনগণের জন্য তা দুর্বিষহ হয়ে পড়বে। দেশে কঠিন দুর্ভিক্ষ দেখা দিতে পারে। অনাহারে অর্ধাহারে জনগণের দিন কাটবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বর্ধিত বিদ্যুতের মূল্য বাতিলের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত জনগণকে চরম বিপাকে ফেলবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন যখন চরম দুর্বিষহ, ঠিক সে সময় বিদ্যুতের দাম আরেক দফা বৃদ্ধি দেশের জনগণকে চরম অস্বস্তিতে ফেলবে। বিদ্যুতের দাম বাড়ানোর ফলে আরেক দফা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। যা সাধারণ জনগণের কাছে দুর্বিষহ হয়ে পড়বে। দেশে কঠিন দুর্ভিক্ষ দেখা দিতে পারে। অনাহারে অর্ধাহারে মানুষের দিন কাটাবে। এভাবে একটি দেশ চলতে পারে না।

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, দেশে বিদ্যুৎ ঘাটতি চরম আকার ধারণ করেছে। বিদ্যুতের অভাবে অনেক মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

তিনি অবিলম্বে বিদ্যুতসহ জ্বালানি তেল ও দ্রব্য মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English