রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

বিনিয়োগকারীদের যেকোন সুযোগ-সুবিধা দেবার আশ্বাস

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

সদরঘাটসহ নদী-বন্দরগুলোর যাত্রীসেবা বাড়াতে বেসরকারি খাত থেকে বিনিয়োগের আহ্বান জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি জানান, এ খাতে বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে সবধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। আজ মঙ্গলবার, সদরঘাটে জাহাজযোগে ওয়াটার বাস সার্ভিস পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রমে অংশ নেবার সময় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বেসরকারি যেসব উদ্যোক্তা আছেন, তাদেরও আমরা আহ্বান জানাচ্ছি। যাত্রীসেবার জন্য বা এই খাতের অন্য যে কোন বিভাগে কেউ যদি বিনিয়োগ করতে চান, তাহলে আমরা তাদের স্বাগত জানাব।’

সদরঘাটে ওয়াটার বাস চালু করার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাকে নতুন করে আপগ্রেড বা উন্নত করার চেষ্টা করছি। বেসরকারি খাতে যারা আছেন, তাদেরও আমরা উৎসাহিত করব।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, সর্বক্ষেত্রে বিনিয়োগ আসুক। দূরপাল্লার যেসব লঞ্চ সার্ভিস, এখন কতো বিলাসবহুল তারা। একসময় স্টিমার ছিল আমাদের সবথেকে বিলাসবহুল। আজ স্টিমার থেকেও বিলাসবহুল যাত্রীসেবা হচ্ছে। এসব সম্ভব হচ্ছে বেসরকারি উদ্যোগের কারণেই হয়েছে। আমরা চাই, বাংলাদেশের বেসরকারি পর্যায়ের বিনিয়োগ আরও বিস্তৃতি লাভ করুক। এ জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English