শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

বিমান ও পর্যটনের বিশেষ শব্দ বুঝতে প্রকাশিত হল বই

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

আকাশ পথে চলাচলকারী যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্য বিশেষায়িত শব্দের সংকলন প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বৃহস্পতিবার সচিবালয়ে ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শব্দকোষ’ নামে বইটির মোড়ক উন্মোচন করেন। এটি আন্তমন্ত্রণালয় তথ্য বিনিময়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এ সময় মন্তব্য করেন তিনি।

মাহবুব আলী বলেন, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রশাসনিক, কারিগরি, আইনগত, বাণিজ্যিকসহ বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এসব কার্যক্রম পারস্পরিক সম্পর্কযুক্ত ও এতে সাধারণ শব্দের পাশাপাশি বিভিন্ন বিশেষায়িতও শব্দ ব্যবহার করা হয়। যা হয়তো অনেকেরই পরিচিত থাকে না। এই শব্দকোষ জ্ঞান বিনিময়ের পাশাপাশি আন্তমন্ত্রণালয় তথ্য সমন্বয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু সরকারি কর্মকর্তাই নয়, আকাশপথে চলাচলকারী ও বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী এবং পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়া পর্যটক এই বই থেকে তথ্য নিয়ে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি দপ্তরে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক কর্মপরিবেশ তৈরির যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে বইটি সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক, অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English