সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

বিয়ে করলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

বিয়ে করলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষ। সনাতন ধর্মীয় রীতি অনুসারে বৃহস্পতিবার মধ্যরাতে অভিনেত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

পাত্রের নাম সত্রাজিৎ দত্ত। পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে কর্মরত রয়েছেন সত্রাজিৎ।

জমকালো বিয়ের আনুষ্ঠানিকতায় বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে ৭ ডিসেম্বর রাতে চট্টগ্রামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছেন তারা।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন অপর্ণা ঘোষ। এরপর নিয়মিত হয়ে ওঠেন টেলিভিশন ও বিজ্ঞাপনের পর্দায়। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও সরব অপর্ণা। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিয়ে করলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ

তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবনমাঝি’, ‘মেঘমল্লার’ ও ‘গণ্ডি’। সর্বশেষ সরকারি অনুদানে নির্মিত ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অপর্ণা অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘রূপনগর’, ‘জীবনের ছোট ছোট ঢেউ’, ‘আজ রবিবার’, ‘কোথাও কেউ নেই’, ‘হাউসফুল’, ‘ঠুয়া’, ‘৪২০’, ‘বন্ধন’, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘ঠেলাগাড়ি’ প্রভৃতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English