বসন্তের দিনে ভালোবাসা দিবস হওয়ায় দিনটের গুরুত্ব বেড়েছে আরও। এই দিন বাসন্তি রঙের পোশাকে প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হয় সবাই। প্রিয়জনকে জানান ভালোবাসার না বলা কথা।
আর এই দিবসটি উপলক্ষে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লেখেন, বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন।
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি পোস্ট করেন তার বেশকিছু ছবি। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার এই পোস্টে লাইক পড়ে প্রায় ৩৭ হাজার, ৬ হাজার কমেন্টস এবং পোস্টটি শেয়ার করেছেন ৫ হাজার জন।