রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ছাড়িয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০ জন নিউজটি পড়েছেন

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ২৩ লাখ ৮ হাজার ৮৪৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ৪২৪ জন। শনিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৭ হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৭০৫ জনের আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ১৬৯ জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৮ লাখ ১৫ হাজার ২২২ জনের। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ জন আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ১৬৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English