শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের, বাংলাদেশ ১০১তম

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। বিশ্বে এমন কিছু দেশ আছে, যে দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই ১৯১টি দেশে ভ্রমণ করা যায়।

বিশ্বের ভ্রমণবান্ধব পাসপোর্টের তালিকায় ওপরের সারিতে এশিয়ার আধিপত্য। পৃথিবীর ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বিশেষ তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।

এবার তালিকায় শীর্ষে আছে জাপান। দেশটি গত বছরও শীর্ষে ছিল। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তিনটি দেশ এশিয়া মহাদেশের। পাসপোর্টের শক্তি বিবেচনায় সেরা দশের তালিকায় এরপর শুধু ইউরোপের জয়জয়কার। তালিকায় বাংলাদেশ ১০১ তম অবস্থানে আছে। বাংলাদেশের স্কোর ৪১। অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪১টি দেশে যাওয়া যায় কোনো ভিসা ছাড়াই।

ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের ওপর জরিপের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং করা হয়েছে। নিচে যথাক্রমে শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকা তুলে ধরা হলো।

‌১. জাপান

এবার র‌্যাংকিংয়ে প্রথম স্থানে আছে জাপান। ভিসামুক্ত ও ভিসা অন-অ্যারাইভাল বিবেচনায় সূচকের শীর্ষ স্থানটি দখল করেছে দেশটি। বিশ্বের ১৯১টি দেশে ভ্রমণের ক্ষেত্রে দেশটির পাসপোর্টধারীদের আগে থেকে ভিসা নিতে হয় না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English