রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

বিয়ে করেছেন অভিনেত্রী শার্লিন ফারজানা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

টক অব দ্য শোবিজ- বিয়ে করেছেন অভিনেত্রী শমী কায়সার। গত ২৭ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী রেজা আমিন সুমনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শমী কায়সার।

এরইমধ্যে জানা গেছে, বিয়ে করেছেন অমিতাভ রেজার ‘গ্রামীণফোন’ এর বিজ্ঞাপনের মডেল ও অভিনেত্রী শার্লিন ফারজানা। দেশের করোনা পরিস্থিতিতে পারিবারিক আয়োজনে অনেকটা নীরবেই বিয়ের আয়োজন সম্পন্ন করেন ফারজানা। ফারজানার স্বামীর নাম এহসানুল হক। তিনি একজন প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ। পাশাপাশি ব্যবসাও করছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন মডেল ও অভিনেত্রী শার্লিন ফারজানা নিজেই।

এ বিষয়ে ফারজানা জানান, ২০১৯ সালের সেপ্টেম্বরে বনানীতে নিজ বাসায় পারিবারিকভাবে এহসানুল হকের সঙ্গে বাগদান হয় তার। বনানীতে একই বছরের ২৩ নভেম্বর গুলশানের এক অভিজাত রেস্তোরাঁয় বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

নতুন জীবনের জন্য ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়েছেন শার্লিন।

শার্লিন বলেন, ‘সবাইকে নিয়ে জমকালো পরিবেশে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। এ নিয়ে দুই বার পরিকল্পনা করেও তা আর হয়ে ওঠেনি। ভাবছি আগামী জানুয়ারি মাসে কাছের মানুষদের নিয়ে একটা আয়োজন করব। সবার দোয়া নেব।’

প্রসঙ্গত, শার্লিন অভিনীত ‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমা মুক্তির কথা ছিলো ২০১৯ সালের শেষদিকে। সেই ছবির প্রচারে অংশ নিতে হবে ভেবে নিজের বিয়ে নিয়ে বড় কোনো আয়োজন করেননি তিনি। পরে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। তখন বিয়ের রিসিপশনের আয়োজন পরিকল্পনা করতে করতে করোনা হানা দেয়।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগীতার বিজয়ী হয়ে শোবিজে অভিষেক ঘটে শার্লিন ফারজানার। এরপর বেশ কিছু নামীদামি ফ্যাশন হাউজের মডেল হয়ে এবং কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পান।

তবে অমিতাভ রেজা চৌধুরীর ‘গ্রামীণফোন’ ও গাজী শুভ্রর ‘সিলন চা’-এর বিজ্ঞাপনের মডেল হয়ে পরিচিতি পান।

নাটক ও সিনেমাতেও কাজ করেছেন শার্লিন ফারজানা। তার ‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English