রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

বেতার অনুষ্ঠানে ফিরছেন ফেরদৌস

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকেই ছবির শুটিং করছেন না ফেরদৌস। এ সময়টায় কিছু সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন এই চিত্রনায়ক।

চলতি মাসেই ‘গাঙচিল’ নামের একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ছবির শুটিংয়ে ফিরবেন এ অভিনেতা। তার আগেই বেতার অনুষ্ঠানে ফিরছেন তিনি।

আগামী ৮ অক্টোবর বাংলাদেশ বেতারের তিনটি অনুষ্ঠানের রেকর্ডিং করবেন ফেরদৌস।

‘চোখের দেখা প্রাণের কথা’ নামের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন দেওয়ান মোহাম্মদ আহসান হাবিব এবং ‘উত্তরণ’ ও ‘মহানগর’ নামের অনুষ্ঠান দুটি প্রযোজনা করছেন নাজমুন শাকিব।
বেতার অনুষ্ঠানে পারফরম করার বিষয়ে ফেরদৌস বলেন, ‘বাংলাদেশ বেতার এখনও শ্রোতাদের পছন্দের। তাই এ মাধ্যমে কাজ করার পর শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাই।

যে তিনটি অনুষ্ঠানে কাজ করব এগুলো শ্রোতাপ্রিয় অনুষ্ঠান। আশা করছি এবারও আমার অংশগ্রহণের অনুষ্ঠান দুটি ভালো লাগবে সবার।’
অন্যদিকে এই অভিনেতার হাতে আরও কিছু অসমাপ্ত ছবির কাজ আছে।

পর্যায়ক্রমে সেই ছবিগুলোর শুটিংও শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এগুলো হল ‘বিউটি সার্কাস’, ‘গন্তব্য’, ‘ যদি আরেকটু সময় পেতাম’, ‘ কাঠগাড়ায় শরৎচন্দ্র, ‘ সেইভ লাইফ’, ‘ জ্যাম’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’সহ আরও কয়েকটি ছবির কাজ। পর্যায়ক্রমে ছবিগুলোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন ফেরদৌস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English