শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিনই বাড়ছে। বর্তমানে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ লাখ মানুষ। অন্যদিকে এতে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির

যুক্তরাষ্ট্রের পর এ পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। দেশটিতে এরই মধ্যে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৭৭ জন। এছাড়া করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৪১২ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৯০৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৭০ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, অপর্যাপ্ত পরীক্ষার কারণে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না। তাদের ধারণা সরকারি পরিসংখ্যানের চেয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ গুণ বেশি হতে পারে।

ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে প্রতি ১০ লাখে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের, যা যুক্তরাষ্ট্রের সমান। তবে এই মৃত্যুর হার স্পেন বা ইতালির তুলনায় কম। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লাখে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৭ জন। অন্যদিনে স্পেনের মৃত্যু হয়েছে ৬০৯ জনের। আর ইতালিতে মারা গেছেন ৫৮৩ জন।

ব্রাজিলের স্পিকার ডেভি আলকোলম্ব্রে দেশটিতে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও বেশি মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চারদিনের শোক ঘোষণা করেছেন।

ব্রাজিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ৬ মাস আগে শুরু হলেও এখনো এর বিস্তার কমেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English