ব্রাজিলে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করে ব্রাজিল। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের পর করোনায় এই প্রথম ব্রাজিলে ২৪ ঘণ্টায় হাজারো মানুষের মৃত্যু হলো।
ব্রাজিলে করোনায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৮৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্বে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার মানুষ করোনায় মারা গেছেন।
ব্রাজিলে নতুন করে ৭০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে বলে দেশটির সরকার জানায়। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭১ লাখ ১১।
গত নভেম্বর থেকে ব্রাজিলে করোনা শনাক্ত ও মৃত্যু ফের বাড়ছে। ছুটির মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটির করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটছে।
এ অবস্থায় ব্রাজিলের জাতীয় টিকাদান পরিকল্পনা নিয়েও দেশটিতে উদ্বেগ আছে। করোনার টিকা নিয়ে দেশটির সরকারের নানা দৃষ্টিভঙ্গি ইতিমধ্যে ব্যাপক সমালোচনা কুড়িয়েছে।
ব্রাজিলে করোনার টিকাদান পরিকল্পনা ঘোষণার এক দিন আগেই দেশটির কট্টর রক্ষণশীল প্রেসিডেন্ট জইর বলসোনারো বিতর্কের জন্ম দেন। প্রেসিডেন্ট বলেন, তিনি করোনার টিকা নেবেন না।
করোনা মহামারির ভয়াবহতাকেও অবজ্ঞা করার নজির আছে বলসোনারোর। একপর্যায়ে তিনি নিজেও করোনায় সংক্রমিত হন।
ব্রাজিলে ১৬ মাসে মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দেওয়ার আশা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।