শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ব্লকচেইন নিয়ে সেমিনার করল বিসিএস

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

‘ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব ব্লকচেইন’ নিয়ে সেমিনারের আয়োজন করল বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। প্রায় দেড় হাজার প্রযুক্তিপ্রেমী অনলাইনে অংশ নেন এ আয়োজনে।

১৪ জুলাই আয়োজিত সেমিনারে ব্লকচেইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের হায়দরাবাদ থেকে আইবিএমের গ্লোবাল এক্সিকিউটিভ চেইন হিরন শাহ, আইবিএম হাইব্রিড ক্লাউড ইন্টিগ্রেশনের চ্যানেল অ্যান্ড অ্যালায়েন্স বিভাগের এশিয়া প্যাসিফিক প্রধান ম্যাট কাডাউর এবং দ্য কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিক-ই-রব্বানি।

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, দক্ষ এবং অভিজ্ঞ নেতৃত্বে ব্লকচেইনেও আমরা সফলতা পাব এবং দৃঢ়ভাবে এগিয়ে যাব। অনুকরণ নয়, জনগণের প্রয়োজনেই দেশে ব্লকচেইন, আইওটি অথবা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এবং রোবটিকসের মতো অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। তিনি বলেন, প্রযুক্তিতে নিজেদের সমৃদ্ধি এবং প্রাত্যহিক জীবনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পারলে অধিক জনসংখ্যার এ দেশ একদিন পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে।

‘আমাদের ছেলেরাই বিশ্ব প্রোগ্রামিং প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছে।’

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইনফরমেশন অন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) মহাসচিব জেমস পয়সান্ট। ব্লকচেইন প্রসঙ্গে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন তিনি। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। ‘চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তি মানুষকে প্রতিদিন জীবন বদলে দেয়ার চ্যালেঞ্জ দিচ্ছে,’ বলেন মুনীর।

ভার্চুয়াল এ সেমিনারটি বিসিএসের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫০০-র বেশি প্রযুক্তিপ্রেমী সেমিনারটি উপভোগ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English